Duration 12:43

মাছ ধরার ঝাকি জালের A to Z ফর্মূলা। এখন থেকে আপনি নিজেই নিজের মাছ ধরার জাল বানাতে পারবেন।

651 023 watched
0
8.9 K
Published 25 Dec 2020

30টি মালি দেওয়ার জন‍্য 60টি ঘরে সমান ভাবে ভাগ করে নিবেন। তাহলে মোট ঘর হবে 90 টি অর্থাৎ দুই ঘর পর পর একটি মালি দিবেন। 9ঘর পর যে মালি দেবেন সেক্ষেএে আর হিসেব না করলেও চলবে। আগের মালি বরাবর মালি দিলেই চলবে। প্রতবার 30 টি করে মালি দিতে হবে। এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই একটি সম্পূর্ণ জাল তৈরি করতে পারবেন কারোর কোন প্রকার হেলপ ছাড়াই,তবে জালের ঘাইল এজন্য হয়তোবা অন্য কারো সাহায্য লাগতে পারে অথবা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। * 60 ঘরে 30 টি মালি =মোট হবে 90 ঘর 60÷30= 2 ঘর পর পর * 9 লাইন পর আবার 30 মালি 90÷30 = 3 ঘর পর পর 90+30 =120 টা ঘর হবে * আবার 9 লাইন পর 30 টিমালি 120 ÷30= 4 ঘর পর পর এভাবে চলতে থাকবে 30 বার

Category

Show more

Comments - 483